ব্রিটিশ পেপ্যাল ব্যবহারকারীরা এখন থেকে পেপ্যাল এর মাধ্যমে বিটকয়েন কিনতে, সঞ্চয় করতে ও বিক্রি করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মূদ্রা ‘বিটকয়েন’ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যালের মাধ্যমে যুক্তরাজ্যে কার্যক্রম শুরু করলো। বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম, লাইটকয়েন নামের ক্রিপ্টোকারেন্সিও যুক্ত করা হয়েছে পেপালের গেটওয়েতে।
গত অক্টোবরে (২০২০) যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করে পেপ্যাল।
পেপ্যালে ব্যালেন্স থাকলেই বিটকয়েন লেনদেন শুরু করা যাবে। এই বিটকয়েন ব্যবহার করে কোনো কিছু কেনাকাটায় বা লেনদেনে সরাসরি পেমেন্ট করা যাবে না। তবে বিটকয়েনের অর্থ দিয়ে পেমেন্ট করতে হলে– প্রচলিত মূদ্রার বিনিময়ে বিটকয়েন বিক্রি করে তা দিয়ে পরোক্ষভাবে পেমেন্ট করা যাবে।
আরেকটি সমস্যা হলো, পেপ্যাল থেকে অন্যান্য ডিজিটাল ওয়ালেটগুলোতে এই ক্রিপ্টোকারেন্সি পাঠানো যাবে না।