২০২২ সালের প্রথমার্ধে বাজারে ফাইভজি আইফোন এসই আনতে পারে অ্যাপল। যার মাধ্যমে বাজারে আইফোন ১৪ আনার প্রস্তুতি নেবে এ টেক জায়ান্ট। এ ফোনে আন্ডার ডিসপ্লে টাচ আইডি দেওয়া হবে এবং দামও তুলনামূলক কম হবে।
গুঞ্জন উঠেছে, নতুন আইফোন ১৩ প্রোতে অ্যাপল স্টোরেজ করবে ১ টেরাবাইটের। থাকছে আপডেট ভার্সনের ক্যামেরা ও ব্যাটারি।
আইফোন এসইতে বর্তমান মডেলের সব ফিচারই যুক্ত করা হবে। অতিরিক্ত হিসেবে এ ফোনে ফাইভজি প্রযুক্তি এবং উন্নতমানের এ সিরিজ চিপ ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। আইফোন এসই ফাইভজি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফাইভজি প্রযুক্তি সংবলিত স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে।
২০২২ সালের দ্বিতীয়ার্ধে অ্যাপল দুটি দামি ও দুটি সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে আনতে পারে। দুটি ক্যাটাগরির প্রাথমিক মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি এবং ম্যাক্স ক্যাটাগরির ফোনগুলোতে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।অ্যাপল তাদের ম্যাক্স সিরিজের কোনো একটি আইফোনের দাম কমিয়ে ৯০০ ডলারের মধ্যে নিয়ে আসতে পারে।
এদিকে হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অ্যাপলের মার্কেট শেয়ারও বাড়বে।