যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্টদের একচ্ছত্র ক্ষমতা খর্ব করতে নতুন ৫ বিল প্রস্তাব করেছে আইন প্রণেতারা। মার্কিন আইনপ্রণেতারা গণমাধ্যমকে এসব আইন সম্পর্কে আগাম ধারণা দিয়েছেন।
বিলগুলো আইন হিসেবে জারি হতে হলে সিনেটের হাউজ অব রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে পাশ হতে হবে। এরপর চূড়ান্ত ধাপে প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পেতে হবে।
নতুন প্রস্তাবিত বিলগুলো গত ১৬ মাস খসড়া আকারে ছিল। এগুলো নিয়ে এতো দিন তদন্ত ও পর্যালোচনা করা হয়। এসব বিলের মাধ্যমে অ্যামাজন, অ্যাপল, গুগল ও ফেইসবুকের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্যায্য ক্ষমতাকে সীমিত করাই মূল লক্ষ্য।
এসব বিলের মধ্যে উল্লেখ করা বিষয়বস্তুগুলোর মধ্যে আছে– ডেটা, একিভূতকরণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের ধরন ইত্যাদি।
এই বিল স্বতঃস্ফূর্তভাবেই করা হয়েছে দাবি করে আইন প্রণেতারা বলেন, এর পেছনে অদৃশ্য কারো হাত নেই।
দেশটির চেম্বার অব কমার্সের একজন দায়িত্বশীল ব্যক্তি নিল ব্র্যাডলি বলেন, “এসব বিল এমন সব প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়েছে, যেগুলো স্বাভাবিক ব্যবসায়িক আচরণের পরিবর্তে খারাপ নীতির আশ্রয় নিচ্ছে।”
বিলটি আনুষ্ঠানিকভাবে উত্থাপনের আগে হাউস জুডিশিয়ারি কমিটির কাছে পাঠানো হবে বলেও জানান নিল ব্র্যাডলি। / টেশ