ভিন্ন আইডিয়ার গেইম কনসোল আনলো যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাস্টফুড চেইন রেস্তোরাঁ কেএফসি। এর সঙ্গে মুরগির মাংসের টুকরো গরম রাখার জন্য চিকেন চেম্বার বা ওয়ার্মারও রাখা হয়েছে।
গেইম খেলতে খেলতে যেন গরম-গরম চিকেন খাওয়া যায়, সেই জন্যই এই ব্যবস্থা। একই সঙ্গে ওয়ার্মারে যথাযথ কুলিং সিস্টেমও রাখা হয়েছে। ফলে নির্দিষ্ট অংশ গরম হলেও পুরো মেশিনে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে।
কেএফসির মুখপাত্র মার্ক শেভার জানান, গেইম কনসোলটির ডিজাইন বৈশ্বিক হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে। আর এটি দিয়ে গেইম খেলে বাজারের সেরা গেমিং মেশিনের মতোই অনুভূতি পাওয়া যাবে।
তিনি এও বলেন, “যদি সনি কিংবা মাইক্রোসফট এই চিকেন চেম্বারের কৌশলগত উন্নয়নের পরামর্শ দিতে চায়, তাহলে সেগুলো সাদরে গ্রহণ করা হবে।”
কবে এই গেইমিং কনসোল কবে থেকে বাজারে আসবে, দামই বা কেমন হবে–এ ব্যাপারে দাপ্তরিকভাবে এখনো কিছু বলেনি কেএফসি। / ইন্টারনেট