স্যামসাংয়ের গ্যালাক্সি এ২২ স্মার্টফোন আসবে আগামী বছরের দ্বিতীয় ভাগে। সাশ্রয়ী দামের ফোনটিতে থাকবে ফাইভজি কানেক্টিভিটি। এতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭২০। ফোনটির দাম হতে পারে ১৮৫ ডলারের মধ্যে।
ফোনটি উৎপাদনের জন্য চীনভিত্তিক উইংটেক ও ওয়াচিন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে স্যামসাং।
চলতি বছর জুনে বাজারে আসে এর উত্তরসূরী গ্যালাক্সি এ২১। লো বাজেটের ফোনটিতে আছে সাড়ে ৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। পেছনে আছে ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজসহ ফোনটির বিক্রি শুরু হয় ১২৯ ডলার দামে। / জিএসএমএরিনা