চাঁদের পাথর-মাটি পৃথিবীতে ফিরেছে চীনের রকেট চ্যাঙই-৫ । স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এটি মঙ্গোলিয়ায় অবতরণ করে।
গত নভেম্বরের শেষের দিকে ৮.২ টন ওজনের চীনা রকেট চ্যাঙই-৫ চাদের উদ্দেশে পৃথিবী ছেড়ে চলে যায়। এই ল্যান্ডারটি গত মঙ্গলবার চাঁদে অবতরণ করে। এর পরপরই চাঁদের পৃষ্ঠ থেকে পাথর আর মাটির নমুনা সংগ্রহ শুরু করে এটি।
চীন গত সাত বছরে তিনবার চাঁদে চ্যাঙই-৫ মহাকাশযান পাঠিয়েছে।
এর আগে ৪৪ বছর আগে চাঁদের পৃষ্ঠ থেকে সর্বশেষ পাথর ও মাটির নমুনা সংগ্রহ করা হয়েছিল।