করোনাভাইরাস মহামারির সবচেয়ে ভালো প্রতিরোধ ব্যবস্থা এখন পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলা। সেজন্য সবাইকে বাসায় থাকতে বলা হচ্ছে ।
এবার করোনা প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে বলছে গুগল। গুগল ডুডল করে এমন বার্তা প্রচার করছে।
নতুন এক ডুডলে প্রতিষ্ঠানটি বলছে, ‘বাসায় থাকুন, জীবন বাঁচান। করোনাভাইরাস রুখে দিন।’
ডুডলে ক্লিক করলে কয়েকটি পরামর্শও দিচ্ছে। এসব পরামর্শ করোনাভাইরাস ছড়ানো থেকে বিরত রাখতে এবং কোনো ভাবেই যেন আক্রান্ত না হতে হয় সেদিকে খেয়াল রাখতে বলা হচ্ছে।
বারবার কমপক্ষে ২০ সেকেন্ড সাবান পানিতে হাত ধোয়া। কারো সঙ্গে দেখা করতে হলে অবশ্যই মাস্ক পরা এবং কমপক্ষে তিন ফুট দূর থেকে দেখা করা। হাঁচি কাশি দেবার সময় সাবধানতা ও টিস্যু ব্যবহার করা। বাসায় নিজেকে আইসোলেট করে রাখা।
এছাড়াও হাত দিয়ে নাক, মুখ বা ফেইস স্পর্শ থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে ডুডলে।
এর আগে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে গুগল হাত ধোয়ার নিয়ম দেখিয়ে ডুডল করেছিল।