১.৫ বিলিয়ন ডলার মূল্যের নাসা'র মিশনের অংশ হিসাবে তৈরী পার্কার সোলার প্রোব (Parker Solar Probe) সূর্যের সবচেয়ে কাছে পৌঁছেছে। মানুষের তৈরী কোন জিনিস কোন রকেট সূর্যের এত কাছাকাছি এই প্রথম পৌঁছেছে। সূর্যের কাছাকাছি পৌঁছানোর মিশনের রকেটটি রেকর্ড ঘণ্টা প্রতি ২১৩,২০০ মাইলে ছুটে চলছে।
এই বছরেই সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পার্কার সোলার প্রোব। সোমবার এক বিবৃতিতে সূর্যের কাছে এই যান পৌঁছে যাওয়ার খবর প্রকাশ করেছে নাসা।
“২৯ অক্টোবর পুরনো রেকর্ড সূর্য থেকে ২৬.৫৫ মিলিয়ান মাইল (৪২.৭৩ মিলিয়ান কিমি) দূরত্বের অতিক্রম করেছে মহাকাশ যানটি।”
“এর আগে ১৯৭৬ সালে জার্মান-আমেরিকান মহাকাশযান হেলিওস টু মানুষের তৈরী কোন যান হিসাবে সূর্যের সব থেকে কাছে পৌঁছে যাওয়ার রেকর্ড ধরে রেখেছিল।”
এই বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল পার্কার সোলার প্রোব। সূর্যের ভিতরের অজানাকে জানার উদ্দেশ্যে সূর্যের দিকে এই যান পাঠিয়েছিল নাসা।
সূর্যের চারদিকে মোট ২৪ বার প্রদক্ষিণ করবে পার্কার সোলার প্রোব, যা আর একটি রেকর্ড। শীঘ্রই মানুষের তৈরী দ্রুততম যানের রেকর্ড ভেঙ্গে ফেলবে এই যান। এই মুহুর্তে এই রেকর্ড ১৫৩,৪৫৪ মাইল (২৪৬,৯৬০ কিমি) প্রতি ঘন্টা গতিতে ধরে রেখেছে হেলিওস টু।
৩১ ডিসেম্বর সুর্যের খুব কাছে পৌঁছে যাবে পার্কার সোলার প্রোব। ২০৪ সাল পর্যন্ত একাধিকবার সূর্যের খুব কাছে পৌঁছে যাবে মানুষের তৈরী এই যান।
সূত্র: দি সান