খুব বেশী দিন হয়নি যখন এন্ড্রয়েড ট্যাবলেটগুলো হট কেকের মত বিক্রি হত, কিন্তু, কালে কালে এই গেজেটটি ব্যবহারকারীদের কাছে আবেদন হারিয়েছে। কিন্তু, ব্যবহারকারীর কাছে বিভিন্ন রেঞ্জের দামের ট্যাবলেট পৌঁছে দিতে স্যামসাংকে বিরত রাখা যায়নি।
আমরা একটি নতুন প্রিমিয়াম ট্যাব এস ডিভাইসের অপেক্ষায় আছি, কিন্তু, কি আশ্চর্য্য! আমরা যা ধারণাও করতে পারিনি এমন একটি ট্যাব নিয়ে আসছে স্যামসাং। কোম্পানীটি বাজারে নিয়ে আসতে গ্যালাক্সি ট্যাব এস ৪। এর কিছু ফাঁস হয়েছে, যেখানে থেকে ধারণা করা যায় আগের ট্যাবগুলো থেকে একটি একটু বড়, কালো স্লেটের মত।
এটি অন্য ট্যাবলেটের তুলনায় বেশ পাতলা ও ডিসপ্লে বেজেলের মাত্রাও খুব কম। তা ছাড়া এতে বাদ দেওয়া হয়েছে স্যামসাংয়ের ফিজিক্যাল হোম বাটন। তাই এতে হয়তো থাকবে না ফিঙ্গার প্রিন্টের নিরাপত্তা সুবিধা।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস-৪ ট্যাবলেটটিতে থাকছে ১০ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১৬:১০ সুপার অ্যামোলড ডিসপ্লে। এতে থাকবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস-৪ ট্যাবলেটটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৮.১ (ওরিও)।
ধারণা করা হচ্ছে, চলতি বছরের আগস্টে এই ট্যাবলেটটি বাজারে আসতে পারে।