দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার ১৭তম আন্তর্জাতিক সম্মেলনে জঙ্গি তৎপরতা কমানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
সোমবার সকালে সম্মেলন উপলক্ষে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. শাহজাহান মাহমুদ বলেন, সার্ক সম্মেলন অনুষ্ঠিত না হওয়ার কারণে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলন উপলক্ষে নেয়া নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার নয়টি দেশ তিন দিনের এই সম্মেলনে অংশ গ্রহণ করবে। সম্মেলনের বিভিন্ন সেশনে ব্রডব্যান্ড নেট ওয়ার্কে প্রবেশ, গুনগত মান, ডিজিটাল অন্তর্ভূক্তি, তরঙ্গ নিয়ন্ত্রণসহ বিভিন্ন কর্ম কৌশল নিয়ে আলোচনা করা হবে।