অবৈধ ভয়েজ ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) ব্যবসার সঙ্গে সরকারি কর্মকর্তারাই জড়িত বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠনটি।
এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে বলা হয়, বিটিআরসি ও টেলিটকের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক ও সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
জানা গেছে, সিম নিবন্ধনের সময়সীমার পরেও রাষ্ট্রায়াত্ত্ব মালিকানাধীন টেলিটকের ২২ লাখ সিম অনিবন্ধিত রয়েছে। আর এ সব সিম অবৈধ ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত হয়ে আসছে।