বর্তমান সরকারের মেয়াদেই আইসিটি খাতে রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়াবে— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রাজধানীতে দুই দিনব্যাপী ‘বিপিও সামিট বাংলাদেশ- ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বলেন।
বিপিও খাতের উন্নয়নে দিকনির্দেশনা তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, লক্ষ্যপূরণে সব ধরনের প্রস্তুতি নিয়েই কাজ শুরু করেছে সরকার। ২০২১ সালের মধ্যে বিপিও তে ২ লাখ মানুষের কর্মসংস্থান করা হবে।
বিপিও খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের অভ্যন্তরীণ বাজারকে আরো শক্তিশালী করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
গত ৭ বছরে দেশের আইসিটি খাত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দাবি করে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদে, ২০১৮ সালের মধ্যেই আইসিটি খাতে বিলিয়ন ডলার অর্জন করা সম্ভব।
দুই দিন ব্যাপী বিপিও সামিটে ১২টি সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হবে। সমাপনীতে সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।