প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসইবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দিয়েছে ফেসইবুক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ফেসইবুকে প্রকাশিত ষান্মাষিক প্রতিবেদন ‘গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’—এ বলা হয়, ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তথ্য নিয়ে ১২টি অনুরোধে ৩১টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার।
আর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ৪টি কনটেন্ট সরিয়ে ফেলার অনুরোধ করেছিল।
তবে ফেসইবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে তারা এবং গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে ৪টি কনটেন্ট দেখার সুযোগ বন্ধ করেছে।
এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত আড়াই বছরে মোট ৩৭ জন ব্যাবহারকারীর তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার। সেসব অনুরোধের কোনোটিতেই সাড়া দেয়নি ফেসইবুক কর্তৃপক্ষ।