মঙ্গলগ্রহ নিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ‘দ্যা মার্স সোসাইটি’ আয়োজিত ইউআরসি প্রতিযোগিতায় প্রথমবারের মতো নিজেদের তৈরি রোভার ‘আর্ক-৭১’ নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ - এআইইউবির দল রোবোটিক ক্রু।
প্রথমবারের মত অংশ নিয়েই সেমিফাইনাল পর্বের সেরা ৩০ এ জায়গা করে নেয়া দলটির লক্ষ্য চূড়ান্ত পর্বে ভালো ফল অর্জন।
প্রতিবছরের মত বৃহস্পতিবারও লাল গ্রহ মঙ্গল জয়ে তরুণদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ।
এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিয়েই দুই ধাপের বাছাইপর্ব শেষে ১২টি দেশের ৬৩টি দলের মধ্যে সেরা ৩০ এ জায়গা করে নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।
বিশ্ববিদ্যালয়টির তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার প্রকৌশলের ১৭জন শিক্ষার্থীর দল রোবোটিক ক্রু এ প্রতিযোগিতার জন্য তৈরি করেছে ‘আর্ক ৭১’ নামের একটি অত্যাধুনিক রোভার। অন্যান্য রোভারের তুলনায় বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকায় প্রতিযোগিতায় এটি এগিয়ে থাকবে বলে প্রত্যাশা করছে দলটি।
তবে গবেষণাধর্মী এ প্রতিযোগিতায় অংশ নিতে বেশ কিছু বাধা মোকাবেলা করতে হয়েছে দলটির।
আগামী ২ থেকে ৪ জুন যুক্তরাষ্ট্রের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্ব। তবে এ চূড়ান্ত পর্বে অংশ নেয়ার মত পর্যাপ্ত স্পন্সর এখনও পায়নি এআইইউবির দলটি। তাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্রে উদ্দেশে উড়াল দেবার আগেই দূর হবে সব বাধা।