সন্ত্রাসবাদ ছড়ানো ও ভীতি প্রদর্শনের অভিযোগে ২০১৫ সালের মাঝামাঝি থেকে এ পর্যন্ত এক লাখ ২৫ হাজার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
টুইটার কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে সন্দেহ করছে তারা।
বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্ষুদেবার্তা লেনদেনের সাইটটির।
সন্ত্রাসবাদের ইন্ধনে টুইটারকে ব্যবহারের নিন্দা জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, এসব ঘটনায় দ্রুততার সাথে ব্যবস্থা নিতে তারা রিপোর্ট পর্যালোচনার জন্য কর্মীদের সংখ্যা অনেক বাড়িয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে বলেও জানিয়েছে টুইটার।
২০১৪ সালের এক জরিপ অনুসারে বিশ্বব্যাপী অন্তত ৪৬ হাজার টুইটার অ্যাকাউন্ট উগ্রবাদী আধেয় ছড়াতে ব্যবহৃত হচ্ছে। সূত্র: বিবিসি