গীতিকার, সুরকার ও শিল্পীদের বৈধ অনুমোদন ছাড়া গান মোবাইল কম্পানিগুলো ব্যবহার করতে পারে না— বলে জানিয়েছেন ডাক ও টেলিযোযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধি এবং সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকারদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, নতুন গানের ক্ষেত্রে শিল্পী-সুরকার-গীতিকারদের সংগঠন বিএলসিপিএস (বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি) অথরিটি হিসেবে অনুমোদন দেবে। ২০১৭ সাল থেকে পুরোপুরি অথরিটি পাবে বিএলসিপিএস।
এ প্রক্রিয়ায় তৃতীয় কোনো পক্ষ থাকবে না বলেও জানিয়েছেন ডাক ও টেলিযোযোগ প্রতিমন্ত্রী।
এ সময় সরকারের নির্দেশ যথাযথ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মোবাইল অপারেটররা।
সচিবালয়ে মোবাইল ফোনে ওয়েলকাম টিউন, রিংটোনসহ বিভিন্নভাবে ব্যবহার করা গানের স্বত্বাধিকারীদের লভ্যাংশ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গীতিকার, সুরকার, শিল্পীসহ গানের স্বত্বাধিকারীরা, তাদের মেধাস্বত্ব অধিকার ক্ষুণ্ণ হওয়ার ক্ষোভ তুলে ধরেন।
এরই পরিপ্রেক্ষিতে বৈধ অনুমোদন ছাড়া তাদের গান মোবাইলের রিংটোন, ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে, মোবাইল অপারেটরদের নির্দেশ দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।