সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব আসাদুজ্জামান নূরের উপস্থাপনায়
দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ও প্রাজ্ঞ নাগরিকদের বর্তমান জীবন এবং অতীত কর্মকান্ডের কথপোকথন নিয়ে এ অনুষ্ঠান। যারা শিল্প-সাহিত্য, সংস্কৃতি, মননশীলতার চর্চা করে নিজেকে উন্নীত করেছেন এক ঈর্ষনীয় অবস্থানে, সারা জীবনের চর্চায় যিনি তৈরি করেছেন স্বকীয় এক পরিমন্ডল, যার কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম পেতে পারেন উদ্দীপনা ও অনুপ্রেরণা, তেমন কোন অতিথি তাঁর যাপিত জীবনের বিভিন্ন কথা তুলে ধরেন এ অনুষ্ঠানে।