রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের স্মরণে মানবিক সহায়তা কার্যক্রম ও স্মরণসভা -২০২২ অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (২৬ আগস্ট) ৫নং ওয়ার্ডের ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহারে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সবুজবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা - ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফি৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রুবায়েত ফেরদৌস, ডিবিসি নিউজের সম্পাদক শ্রী প্রণব সাহা ৷
২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের আমলে সংঘটিত গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হামলায় আহত আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি পবিত্র কোরআন খতম, দোয়া-মোনাজাত, তোবারক বিতরণ, মানবিক সহায়তা কার্যক্রম করা হয়৷
উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ নং ওয়ার্ডের ৫২টি নিম্ন আয়ের অসহায় পরিবারের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও উচ্চমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়৷
এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত সবুজবাগ থানার ছয়জন আওয়ামী লীগ কর্মীকে বিশেষ সম্মাননা পত্র ও আর্থিক উপহার প্রদান করা হয়৷ পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার উপহার দেয়া হয়৷