প্রায় ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
সোমবার (২৭ জুন) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রওশন এরশাদকে সংবর্ধনা জানাতে জাপা চেয়ারম্যান জি এম কাদেরসহ দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যান। ঢাকায় অবস্থানকালে সেখানেই থাকবেন তিনি।
গোলাম মসীহ আরও জানান, আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: