দেশে ফিরেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি)। তিন দিনের থাইল্যান্ড সফর শেষে রোববার (২৬ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে জাপা চেয়ারম্যানকে স্বাগত জানান দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের প্রমুখ।
দেশে ফিরে জি এম কাদের বলেন, বেগম রওশন এরশাদ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আগামীকাল তিনি দেশে ফিরবেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: