আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগামীকাল শনিবার (৪ জুন) বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এদিন সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করবে আওয়ামী লীগের এ সহযোগী সংগঠনটি।
সংগঠনটি জানিয়েছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তারা এ বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছেন।
একই দিনে সারাদেশে এক যোগে বিক্ষোভ করবে আওয়ামী লীগের আরেক সহযোগী সংগঠন যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে সারাদেশে সংগঠনটির সকল পর্যায়ে এ বিক্ষোভ পালিত হবে। পরদিন রোববার যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনেও একই বিক্ষোভ পালিত হবে।
এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাম্প্রতিক সময়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার কেন্দ্রীয় যুব মহিলা লীগ ও শুক্রবার মহিলা আওয়ামী লীগ বিক্ষোভ-সমাবেশ করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারাও।