সাবেক ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:স্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুধবার (২৭ এপ্রিল) রাতে হসপিটালে ভর্তি করা হয় এম এ মান্নানকে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।
৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: