মঙ্গলবার দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে রাজধানীর মতিঝিলে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। পরে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
বিকাল ৩ টার দিকে গাড়ি ভাঙচুরের ঐ মামলায় ইশরাককে সিএমএম কোর্টে হাজির করলে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।
পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক মিঠু বলেন, ইশরাক হোসেন গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ওই মামলায় জামিনে ছিলেন ইশরাক। তবে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ মে দিন ধার্য রয়েছে।
ইশরাক হোসেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।