সংসদের ভেতরে ও বাইরে সরকারের গঠনমূলক সমালোচনা করতে চায় ১৪দল—বিরোধীদল অপেক্ষাকৃত দুর্বল বলেই তারা এই ভূমিকা রাখতে চায়।
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ১৪ দলের সমন্বয়ক মো. নাসিম এমনটা জানিয়ে বলেন, ১৪ দল ভাঙার কোনো সুযোগ নেই।
মো. নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল সব সময় ঐক্যবদ্ধ থাকবে, তবে এই জোট সরকারের গঠনমূলক সমালোচনাও করবে তারা।
আসন্ন উপজেলা নির্বাচনে ১৪দল আলাদা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান তিনি।
এদিকে, জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, সংসদে শক্তিশালী বিরোধী দল মানেই যে বিএনপি-জামাত হতে হবে- তা নয়।
স্বাধীনতা পূর্ববর্তী আন্দোলন-সংগ্রামে জাতীয় নেতা মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণ-আজাদী লীগ। ৯৭তম সলঙ্গা দিবসের এ আলোচনায় ১৪ দলের নেতারা স্বাধীনতা আন্দোলনে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের অবদান তুলে ধরেন।
এ সময় তার স্মৃতি রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানান নেতারা রাশেদ খান মেনন।
এসময় চলমান রাজনীতি নিয়েও কথা বলেন ১৪ দল নেতারা।
নির্বাচনে পরাজিত হয়ে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামাত জোট এখনো ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জাসদ নেতা হাসানুল হক ইনু।