রাজনৈতিক দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী, নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে না—আবারো এ কথা জানালেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর বিজয় সমাবেশ উপলক্ষে উত্তর ঢাকা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জোটগতভাবে নয়- আওয়ামী লীগ নৌকা প্রতীকে দলীয়ভাবে এবার উপজেলা নির্বাচনে অংশ নেবে।
চলমান রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, বিএনপি- ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সংলাপ নয়- শুভেচ্ছা বিনিময়ের কথা বলেছেন।
এ সময় আগামী মার্চে পঞ্চম উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অবস্থানও পরিষ্কার করেন দলের সাধারণ সম্পাদক। নৌকা প্রতীকে দলীয়ভাবে নির্বাচনের কথা জানান তিনি।
একাদশ জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ আরো বেশি ঐক্যবদ্ধ বলেও অভিমত ব্যক্ত করেন ওবায়দুল কাদের।