এজেন্ডা না জেনে সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নেবে না বিএনপি—বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে সিলেটে হযরত শাহজালাল এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন ইস্যুতে আলোচনা হলে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যাওয়ার ব্যাপার বিবেচনা করবে বিএনপি। জামাত সম্পর্কে ডক্টর কামাল হোসেনের বক্তব্য নিয়ে দলীয় ফোরামে আলোচনা করা হবে।
এ সময় ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন জাসদ সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী।
পরে তারা নির্বাচনের দিন সিলেটের বালাগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেলের বাড়িতে যান।