ভূয়া ব্যালট পেপার ছাপানোসহ টাকার বিনিময়ে ভোট দেয়ার কথা বলে প্রধানমন্ত্রী অনৈতিক আচরণ করেছেন বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এ ধরনের মন্তব্যের জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে যে পরিস্থিতি চলছে তাতে করে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বিচার বিভাগসহ প্রশাসনকে সরকার কুক্ষিগত করে ফেলেছে উল্লেখ করে হাইকোর্ট থেকে বিএনপির প্রার্থীতা বাতিলের বিষয়গুলো পড়ে সিদ্ধান্ত নেয়া হবে।
দেশব্যাপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধাঁ-হামলার নানা দিক তুলে ধরে প্রশ্ন তুলেন-এ অবস্থায় আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কি-না? বলেও প্রশ্ন রাখেন বিএনপির এ মহাসচিব।
প্রধানমন্ত্রীর বক্তব্যে ভূয়া ব্যালট পেপার ছাপানো এবং টাকার বিনিময়ে ভোট দেওয়ার আহ্বান অনৈতিক উল্লেখ করে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন মির্জা ফখরুল।
প্রশাসনের পাশাপাশি বিচারবিভাগকেও সরকার আয়ত্বে নিয়ে ফেলেছে অভিযোগ তুলে হাইকোর্ট থেকে বিএনপির প্রার্থীতা অবৈধ করার বিষয়ে তারা শিগগিরি ব্যবস্থা নেবেন বলেও জানালেন তিনি।
সেনাবাহিনীকে নির্ভয়ে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির অন্যান্য নেতারাও নির্বাচনী প্রচারণায় নানা বাধাঁর কথা তুলে ধরেন।