মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এর পর জাতীয় পার্টি, জাসদ, বিএনপি এবং ঐক্যফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দল শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি।
প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর, সাভার জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয় বার বীর শহীদের শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
রোববার সকাল ৯ টার দিকে শ্রদ্ধা নিবেদন করতে আসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি দল। এ সময় শহীদ বেদীর সামনে ব্যাপক হুড়াহুরি লেগে যায়।
এরপরেই ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধি নিবেদন করেন। শহীদের আত্বত্যাগে অর্জিত স্বাধীনতা যে কোনো মূল্যে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ড. কামাল।
এর আগে জাতীয় সংসদের বিরোধী দল, জাতীয় পার্টিও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
সকালেই শহীদ বেদীতে ফুল একাত্তরের বীর শহীদের শ্রদ্ধা নিবেদন করে জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদসহ বিভিন্ন বাম দল।
এ সময় জনতার ঢলে, কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্মৃতিসৌধ চত্বর।