পর্যাপ্ত নিরাপত্তা ও গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফেরার নিশ্চয়তা পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল (বুধবার) আদালতে যাবেন-- জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহবুব হোসেন বলেন, আদালতে আসার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও থেকে বোঝা যায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পাশাপাশি খালেদা জিয়া কার্যালয় থেকে বের হলে তাকে আর সেখানে ঢুকতে দেয়া হবে না বলে আশঙ্কা প্রকাশ প্রকাশ করেন খন্দকার মাহবুব।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির না হওয়ায় জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।