বিএনপি-জামাতের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় সেতুমন্ত্রী বলেন, জনগণের অংশগ্রহণ না থাকায় গত ৫৪ দিনেও হরতাল-অবরোধকে কার্যকর করেত পারেনি বিএনপি-জামাত জোট।
তবে তাদের চোরাগোপ্তা হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ— চলমান হরতাল-অবরোধের মতো অকার্যকর হাতিয়ার অতিমাত্রায় প্রয়োগের ফলে ধীরে ধীরে বিএনপিও অকার্যকর হয়ে পড়বে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: