রাজনীতি করার অধিকার থাকলেও আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার কোনো আধিকার নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবার বিনা বিচারে ক্রসফায়ারের নামে মানুষ হত্যার কোনো অধিকার নেই সরকারের বলে মন্তব্য করেছেন বক্তরা।
শুক্রবার বিকেলে রাজধানীতে আয়োজিত জাতীয় সমাবেশে এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলে নেতারা।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জামাতকে নিষিদ্ধের দাবি জানান তারা।
এ সময়, সহিংসতা বন্ধ ও জামাত নিষিদ্ধের দাবিত ৮ মার্চ সারাদেশে জেলা-উপজেলায় গণমিছিলের ডাক দেন বাম দলের নেতারা।
বিএনপি-জামাতের সহিংস রাজনীতির সমালোচনা করে তা বন্ধের দাবি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
দুই জোটের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা বন্ধের দাবি জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
সমাবেশ শেষে শিখা চিরন্তন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
দেশব্যাপী বিএনপি-জামাতের আন্দোলনের নামে মানুষ হত্যা, ক্রসফায়ার বন্ধ ও জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে সিপিবি-বাসদ।