চলমান অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার হরতাল চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানা গেছে, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামাত-শিবিরের ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জন বিএনপির ও বাকি ৩ জন জামাত-শিবিরের কর্মী।
এদিকে, হরতালে রাজধানী ঢাকায় তেমন কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল করছে। সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
টানা অবরোধের সঙ্গে হরতালে যেকোনো ধরনের নাশকতা রোধে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা।
উল্লেখ্য, মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতাল থাকলেও পরে তা বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করার এ ঘোষণা দেন।
গত রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা শুক্রবার ভোর ৬টা পর্যন্ত করা হয়।