পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা ও ক্রসফায়ার বন্ধ এবং চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে জাতীয় সংলাপের দাবিতে ২৭ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে সিপিবি-বাসদ।
বুধবার সকালে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।
তারা বলেন, অবরোধ- হরতালের নামে বিএনপি-জামাত পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষ হত্যা করছে। আর সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলেও গুম-খুন-ক্রসফায়ার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।
দেশের চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে জাতীয় সংলাপ এবং বিকল্প রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষেই সমাবেশ করবে সিপিবি-বাসদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: