মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর বাহিনীর প্রধান জামাত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসির প্রতিবাদে সারাদেশে বৃহস্পতিবার জামাতের প্রথম দফার হরতাল শেষ হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা স্বাভাবিক দিনের মতোই চলাচল করেছে। অফিসগামী লোকজন ও শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।
এছাড়া, রাজধানীসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি।
এদিকে, রাজধানীর বাইরে কয়েকটি জায়গায় হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করে জামাত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলা, কয়েক জায়গায় টায়ার ও রাস্তায় আগুন দিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে জামাত-শিবির কর্মীরা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামাত নেতা মতিউর নিজামীর রায় ঘোষণার পরপরই জামাতের প্রচার বিভাগ বৃহস্পতি, রবি ও সোমবার সারাদেশে হরতালের ডাক দেয়। বুধবার নিজামীর রায়ের পর দুপুর ১টার দিকে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতি, রোব ও সোমবার দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে।
এছাড়া, আগামী শুক্রবার দোয়া ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালনেও ঘোষণা দেয়া হয় বিবৃতিতে।