মানুষ হত্যা করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা পার্টির সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোনো মুসলমান কারো সম্পদ কিংবা বাড়িঘর দখল করতে পারে না।
জাতীয় পার্টির প্রতি অতীত সরকারের জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে এরশাদ আরো বলেন, যারা আমাদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে তারা ঠিক করে নাই।
জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় গিয়ে ইসলামি চেতনায় দেশ গড়বে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: