সদ্য অপসারিত ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী দল ও দেশকে অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে রক্ষা করেছেন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার টাঙ্গাইলের সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের পর দলের প্রেসিডিয়াম সদস্য থেকেও অপসারণ করা হয়েছে। এছাড়াও তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়ার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন—উল্লেখ করে নাসিম বলেন, এছাড়া লতিফ সিদ্দিকীকে ইতিমধ্যে দল থেকে বহিস্কারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
লতিফ সিদ্দিকীর বিষয় নিয়ে যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রশাসন দেখবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ১১টি সরকারি মেডিকেল কলেজ যাত্রা শুরু করবে এবং ওইদিন প্রতিটি মেডিকের কলেজে ৫০জন শিক্ষার্থী নিয়ে ক্লাশ শুরু হবে। এতে দেশের চিকিৎসা সেবার আরো উন্নয়ন ঘটবে।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে হজ ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে একে একে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারান আব্দুল লতিফ সিদ্দিকী।