ধর্ম নিয়ে বিরুপ মন্তব্য করায় মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া লতিফ সিদ্দিকীকে কেন দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিস পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাজধানীর জিগাতলা পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি ডাকে লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের কালিহাতির স্থায়ী ঠিকানায় ওই নোটিস পাঠানো হয়েছে বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে তাকে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
গত রোববার লতিফ সিদ্দিকীকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
একই রাতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জানান, আওয়ামী লীগে লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না- এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির মতবিনিময় অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাংবাদিকদের সম্পর্কে মন্তব্য করেন। তার পুরো বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
লতিফ সিদ্দিকী ওই অনুষ্ঠানে বলেন, 'আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামীরও বিরোধী।'
তিনি বলেন, 'এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশন নাই, শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে, আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।' এ ঘটনার পর মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।