বিএনপির রাজনৈতিক দৈন্যদশার জন্য দলটির নেত্রী খালেদা জিয়াই দায়ী—এজন্য তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, দিনক্ষণ দিয়ে যে আন্দোলন হয় না খালেদা জিয়া এত দেরিতে বিষয়টি বোঝায় তার নেতৃত্বের যোগ্যতাও এখন প্রশ্নের সম্মুখীন।
দেশে যে জঙ্গিবাদী চক্র সক্রিয় তার মদদদাতা ও পৃষ্ঠপোষক হচ্ছেন বিএনপি নেত্রী—এমন অভিযোগ করে তিনি আরো বলেন, যারা বর্তমান সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কমনওয়েলথ পার্লামেন্টরি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়া তাদের মুখে ছাঁই ঢেলে দিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: