পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা তৈরির সময় দুই জনের মৃত্যুর ঘটনা সম্পর্কে এখনো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারত সরকার—
এ ব্যাপারে জানতেই নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
ভারত সরকারের কাছ থেকে তথ্য পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ওই ঘটনা সম্পর্কে ভারত সরকার কী জানে, কতোটুকু জানে, তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে। এ বিষয়ে ভারত সরকার চাইলে বাংলাদেশ সরকার সার্বিকভাবে সহযোগিতা করবে, চিঠিতে তাও উল্লেখ করা হয়েছে।
তবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত এলাকাগুলো বন্ধ হওয়ার বিষয়টি সত্য নয় বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
জামাতি সন্ত্রাসে ভারতের ‘সারদা গ্রুপ’ এর অর্থযোগানের ঘটনার সুষ্ঠু সুরাহা হতে না হতে বর্ধমানের ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাবের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিজিবি ও বিএসএফ নিয়মিত বিভিন্ন বিষয়ে বৈঠক করছে। সেখানে দুই দেশের খুঁটিনাটি সমস্যা নিয়েও আলোচনা হয়। দুই দেশই জঙ্গি দমনে আন্তরিক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি বাড়িতে বোমা তৈরির সময় শাকিল আহমেদ ও স্বপন ওরফে সুবহান মণ্ডল নামে দু'জনের মৃত্যু ঘটে। তারা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি'র সদস্য। ঘটনার পর গ্রেপ্তার হওয়া শাকিলের স্ত্রী রাজিয়া ও আহত আবদুল করিমের স্ত্রী আলিমা জেএমবি সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
ওই ঘটনায় ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে কড়া সতর্কতা জারি করেছে রাজ্য পুলিশ। পাশাপাশি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত এলাকাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।