সরকারের অপকর্ম ও অব্যবস্থাপনার কারণেই ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা নিয়ে মিথ্যাচার করেছেন। নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন ঘটানো হবে।
শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতেই অকারণে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলেও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: