শুধু মন্ত্রিসভা কিংবা দল থেকে অব্যাহতি নয়—আব্দুল লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। বৃহস্পতিবার নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এখন লতিফ সিদ্দিকীর বিচার দেখতে চায়।
রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, সরকারকে বিএনপির সঙ্গে আলোচনা-সমঝোতায় আসতেই হবে।
সংলাপ ও আন্দোলনের জন্য সরকারকে কোনো সময়সীমা বিএনপি বেঁধে দেবে কিনা- এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, এখনই তারা সময়সীমা বেঁধে দেবে না, তবে এ বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির সংলাপ-সমঝোতার আহ্বানকে দুর্বলতা ভাবলে ভুল করবে সরকার। আর এজন্য সরকারকে চরম মুল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে সংলাপ ও আন্দোলনের কোনো টাইমফ্রেম নেই বলেও জানান বিএনপির এ নেতা।
এদিকে, হজ্জ ও তাবলীগ জামাত নিয়ে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে বুধবার যশোর, রাজশাহী ও নাটোরসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, গণমিছিল ও মানববন্ধন করেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
এ সময় বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওইসব প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ অন্যায়ভাবে বাধা প্রদান, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালিয়েছে এমন অভিযোগ করেন মির্জা ফখরুল।