ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলামের নায়েবে আমির নূর হোসেন কাসেমী।
মঙ্গলবার রাজধানীর বারিধারার একটি মাদ্রসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার ঢাকায় বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং শুক্রবার সারাদেশে বিক্ষোভ।
কাসেমী বলেন, লতিফ সিদ্দিকী হযরত মোহাম্মাদ, হজ ও তাবলীগ সম্পর্কে যে অসম্মানজনক বক্তব্য রেখেছেন তা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে। তাকে ক্ষমা করা যায় না।
এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অপসারণের আলটিমেটাম দেয়া হয় হেফাজতে ইসলামের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সদস্য সচিব জুনায়েদ আল হাবিব ও কেন্দ্রীয় নেতা ড. আহমেদ কবীর।