শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে বিএনপি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির ষড়যন্ত্র করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তার উচিত জবাব দেবে—এ হুঁশিয়ারি ঊচ্চারণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার দুপুরে রাজধানীর কমলাপুরে বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নিজেদের সংশোধন করে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরলে তা জাতির জন্য শুভ ইঙ্গিত।
এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে হানিফ বলেন, ইতিমধ্যে তথ্য-প্রমাণে বেরিয়ে এসেছে এ হামলার মূল পরিকল্পনায় বিএনপি নেতা তারেক রহমান জড়িত।
সরকারের কাছে যে প্রমাণ আছে তা দিয়ে বিএনপির জড়িত নেতাদের সাজা দেয়া সম্ভব বলেও এসময় দাবি করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: