জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেছেন।
বরকত উল্লাহ বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে। কাল বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হবে।
সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ঢাকার বাইরে সব মহানগর এবং জেলা সদরে মিছিল ও সমাবেশ করবে ২০-দলীয় জোট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: