নিজেদের দুর্নীতি ঢাকতে এবং সমালোচনার পথ বন্ধ করতেই সরকার জাতীয় সম্প্রচার নীতিমালার নামে কালাকানুন করতে যাচ্ছে— বিএনপির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
আইন-শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে ধারার কথা বলা হয়েছে তা ওইসব বাহিনীর সদস্যদের অন্যায়-অপকর্মে উৎসাহিত করবে বলেও আশঙ্কা করেছেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানিয়েছেন, ক্ষমতায় গেলে এই নীতিমালাসহ সকল গণবিরোধী আইন বাতিল করা হবে।
জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পরদিন মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান অভিযোগ করেন, সরকার তার দমন-পীড়নের অংশ হিসেবেই গণতন্ত্রের দ্বার রুদ্ধ করতে-এ অন্যতম স্তম্ভ সম্প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার নিজেদের অন্যায় অপকর্ম যাতে ধরা না পড়ে এজন্য আইন-শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরাপদে রাখার পাঁয়তারা করছে সরকার।
সংবাদ সম্মেলন থেকে এ নীতিমালার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের নেতা-কর্মী, সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়।