আন্দোলনের নামে বিএনপি সহিংস কর্মকাণ্ড করলে প্রশাসনের যা করা দরকার তাই করবে—এ হুঁশিয়ার দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সরকার দেশে শান্তি চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির ভাঙচুর সহ্য করা হবে না আর প্রশাসনও তাদের নির্যাতন করবে না।
এদিকে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আন্দোলন কর্মসূচিতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
রোববার সকালে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তারা।
ছুটি শেষ হলেও ঈদের আমেজ পুরোপুরি কাটেনি প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। অনেক কর্মকর্তাই রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে দাপ্তরিক কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সময় কাটিয়েছেন।
নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এবার চুরি, ছিনতাই, খুন, ডাকাতির মতো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছে মানুষ।
দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে—উল্লেখ করে বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ শান্তিপূর্ণ অবস্থা আন্দোলন করে সহিংস করে তুললে প্রশাসন বসে থাকবে না।
শান্তিপূর্ণ সভা-সমাবেশ করলে তার অনুমতি দিতেও সরকারের বাধা থাকবে না বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, আগস্ট মাসে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন পালনের সমালোচনা করেন।
আন্দোলন প্রসঙ্গে বলেন, বিএনপির এ আন্দোলন কখনই সফল হবেনা। এ কর্মসূচিতে আতংকিত না হতে জনগণের প্রতি আহবান জানান তিনি।
অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা সহিংসতার ইঙ্গিত দিচ্ছেন।
আন্দোলনের নামে নৈরাজ্য চালালে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।