সরকার সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দলের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির শরীয়তপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় পার্টি (জাপপ) রাজপথে নামবে। তবে বিএনপির মতো জ্বালাও-পোড়াও নয়, শান্তিপূর্ণ আন্দোলন করবে তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: