সরকার অস্ত্রের জোরে আন্দোলন প্রতিহত করতে চাইলে তার সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলন শান্তিপূর্ণভাবে পালন করা হবে বলেও জানান তিনি। শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, ঈদকে কেন্দ্র করে সরকার সারাদেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগকে গুপ্তঘাতক, সন্ত্রাসী ও গডফাদারদের সরকার।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া দাবি করেন, বাংলাদেশেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
এ সময় গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: