বিএনপি আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে প্রশাসন চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার শোকের মাস আগস্ট উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এখন আন্দোলন করে লাভ নেই। জনগণ ধ্বংস নয়, শান্তি চায় বলেও এ সময় জানান তিনি।
একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামাতের সন্ত্রাসীরা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে ঢাকা ছাড়া করা হবে তাদের।
বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করে খাদ্যমন্ত্রী আরো বলেন, দেশে এমন কোনো রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়নি যার জন্য আন্দোলনের ডাক দেয়া যেতে পারে।
বিএনপির আন্দোলন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথাও জানান তিনি।
আন্দোলনের ডাক না দিয়ে বরং সংগঠন গোছাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এ নেতারা বলেন, আগামী নির্বাচনের জন্য তাদেরকে ধৈর্য ধরতে হবে।