বিএনপি সবসময়ই শান্তিপূর্ণভাবে সঙ্কটের সমাধান চাইলেও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সংঘাতের পথে যেতে চায়-- অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও অর্থনীতির ক্ষতি করে ক্ষমতার বাইরে থাকলেও অর্থনীতি ধ্বংসের পাঁয়তারা করে।
বিগত আন্দোলনের কথা মাথায় রেখে এবার ঢাকা মহানগরকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: